স্ক্রীপ্টটি ইনষ্টল করার পর গিম্পে যে কোন ছবি ওপেন করুন। আমি ওপেন করলাম এইটি
তারপর Filters>Will's Script Pack>Wave Tank এ ক্লিক করুন। খেয়াল করবেন পূর্বে স্ক্রীপ্টটা ইনষ্টল থাকার কারনেই কিন্তু এই মেন্যুটি এসেছে।
এখানে চিত্রের মত মান দিন (কম-বেশী করে দেখুন ফলাফল)
একটু সময় ধরে অ্যানিমেশন সেট হবে। তারপর একটা নতুন উইন্ডোতে অ্যানিমেশন সহ ছবিটি ওপেন হবে। এবার ছবিটি সেভ করার পালা। সেভ করার আগে আপনি অ্যানিমেশন হয়েছে কি/না তা পরীক্ষা করার জন্য Filters>Animation>PlayBack এ যেতে পারেন। এখান থেকে প্লে করলেই অ্যানিমেশন দেখা যাবে। সেভ করার জন্য ফাইল থেকে সেভ এ ক্লিক করুন। এখান থেকে সেভ হওয়ার জন্য জায়গা দেখিয়ে দিন এবং ফাইল টাইপ এ জিফ ফাইল সিলেক্ট করুন।
আরেকটি উইন্ডো আসবে এখান থেকে Save As Animation সিলেক্ট করুন। তাহলেই ছবিটি অ্যানিমেশন হিসেবে সেভ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন