Blur Tool: এখানে তিনটি সাব টুল আছে সেগুলো হল:
Blur Tool: ছবি মসৃন করার জন্য এটির ব্যবহার হয়। এটি সক্রিয় করলে নিচের মত ষ্ট্যান্ডার্ড টুল বারে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন অপশন চেইঞ্জ করতে পারেন।
Sharp Tool: ছবিকে সার্প করার জন্য।
Smudge Tool: এটা দিয়ে সহজেই ছবিতে কোন দাগ থাকলে তা ভ্যানিশ করে দিতে পারেন। এজন্য এটি সিলেক্ট করে দাগের সমপরিমাণ সাইজ করে ছবিতে ড্র্যাগ করুন।
Dodge Tool: অত্যন্ত কার্যকরী টুল। এখানে তিনটি সাব টুল আছে।
Dodge Tool: এই টুল দিয়ে ছবির ব্রাইটনেস বাড়ানো বা আলো দেওয়া যায়।
Burn Tool: এটার কাজ ঠিক Dodge Tool এর উল্টো। অর্থাৎ এটি দিয়ে ব্রাইটনেস কমানো বা কালো করা হয়। যেমন, চুল কালো করা, চোখের মনি কালো করা, ভ্রু কালো করা ইত্যাদি।
Sponge Tool: ছবিতে Sponge দেওয়ার জন্য। এখানে দুটো অপশন আছে।
Path Selection Tool: এখানে দুটো সাব টুল আছে
Path Selection Tool: ছবিতে কোন প্যাথ বা লেয়ার সিলেক্ট করার জন্য।
Direct Selection Tool: পুরো লেয়ার সিলেক্ট করার জন্য।
Pen Tool: ফটোসপের কার্যকরী একটি টুল। এতে ৫টি সাব টুল আছে।
Pen Tool: পেন টুলের সাহায্যে ছবিকে সিলেক্ট করা যায়। লেসো টুল দিয়েও ছবি সিলেক্ট করতে পারেন। কিন্তু লেসোটুলো ছবি সিলেক্ট করার পর আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না। কিন্তু পেন টুলে সহজেই আপনি ধাপে ধাপে করতে পারেন। এতে ছবি সিলেক্ট করা একটু কঠিন তবে এতে ছবির মান ভাল হয়।
FreeForm Pen Tool: স্বাধীন ভাবে ছবি সিলেক্ট করার জন্য।
Add Anchor Point Tool: প্যাথ অ্যাড করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Shift ধরেও করতে পারেন।
Delete Anchor Point Tool: প্যাথ রিমুভ করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Alt ধরেও করতে পারেন।
Convert Point Tool: আপনার আকানো সব প্যাথকে একটি প্যাথে কনভার্ট করার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন