সোমবার, ২৬ এপ্রিল, ২০১০
গিম্প টিউটোরিয়াল [সিম্পল টেক্সট অ্যানিমেশন]
এর আগে অ্যানিমেশন তৈরি করতে ফটোসপে প্রথমে ডিজাইন করতাম তারপর তা ইমেজ রেডিতে গিয়ে ওপেন করে অ্যানিমেশন দিতাম। কিন্তু গিম্পের সাথে আলাদা আর কোন সফটওয়ার না থাকায় ভেবেছিলাম গিম্পে বোধহয় অ্যানিমেশন নেই। কিন্তু গুগলাতে গিয়ে দেখি গিম্পেও মজার মজার অ্যানিমেশন তৈরি করা যায়। চেষ্টা করলাম এবং সফলও হলাম। আসুন গিম্পে অ্যানিমেশন তৈরি করি। আজ আমরা মূলত টেক্সট অ্যানিমেশন করব। আস্তে আস্তে আমরা অন্যান্য অ্যানিমেশনের দিকে যাব। তো আসুন দেখি কিভাবে গিম্পে টেক্সট অ্যানিমেশন সহজেই তৈরি করা যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন