সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

গিম্প টিউটোরিয়াল [ব্রাশ ইনষ্টল+ব্যবহার]

আমরা ওয়ার্ডপ্রেসে যেমন প্লাগিন ব্যবহার করি, জুমলাতে এক্সটেনশন, মজিলাতে অ্যাডঅন এমন অনেক সহায়ক সফটওয়ার। এইসব ছোট ছোট প্লাগিন/এক্সটেনশন গুলো মূল সফটওয়ারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুনে। আর এইগুলো বিভিন্ন ডেভেলপার তৈরি করেন। সুতরাং এইগুলো দিয়ে বিভিন্ন রকম কাজগুলো করা যায়।

তেমনি গিম্পেও বিভিন্ন ব্রাশ, প্লাগিন, স্ক্রিপ্ট এবং গ্রিডেন্ট ব্যবহার করা যায়। এগুলো আপনাকে ইনষ্টল করে ব্যবহার করতে হবে। আসুন দেখি কিভাবে গিম্পে এগুলো ইনষ্টল করবেন।

ব্রাশ ইনষ্টল: গিম্পের ব্রাশগুলোর এক্সটেনশন থাকে .gbr । আপনি কোন ফাইলে .gbr এক্সটেনশন দেখলেই বুঝবেন এটা গিম্পের ব্রাশ। ব্রাশগুলো ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন। তারপর
C:\Document and Settings\\.gimp-\brushes\
লোকেশনে গিয়ে ব্রাশগুলো কপি করে পেষ্ট করে দেখুন। তারপর গিম্পে প্রবেশ করে দেখুন আপনার নতুন ব্রাশগুলো এসে গেছে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-19.gif

ব্রাশ কোথায় থাকে?: যারা নতুন তারা প্রশ্ন করে থকেন "ব্রাশ কিভাবে ব্যবহার করব?"

তাদের জন্য আমার উত্তর যেভাবে ছবি আঁকেন সেভাবে ছবির উপর ড্র্যাগ করে ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ ব্যবহার করলে আপনার ছবি একেবারে প্রফেশনালদের মত হবে। দেখেনিন গিম্পের ব্রাশ কোথায় থাকে। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-20.gif

এখান থেকে ব্রাশটুল সিলেক্ট করলে ব্রাশের বিভিন্ন অপশন পাবেন তার একটু নিচেই। দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-21.gif

এখান থেকে ব্রাশের সাইজ, কালারসহ অন্যান্য বিভিন্ন অপশন পরিবর্তন করা যায়।

ব্রাশের আলাদা একটি টুলবক্স ডানেই দেখতে পারবেন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-22.gif

যদি ডানে না থাকে তাহলে?
কিবোর্ড থেকে Ctrl+Shift+B চাপুন। ব্রাশের উইন্ডো পাবেন।

ব্রাশের ব্যবহার: ব্রাশ সিলেক্ট করে ছবির উপর ড্র্যাগ করুন।


আশাকরি ব্রাশ সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন