সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

গিম্প টিউটোরিয়াল [টেক্সট ইফেক্ট]

গিম্প দিয়ে আপনি সহজেই বিভিন্ন প্রকার টেক্সট ইফেক্ট দিতে পারবেন। গিম্পে ব্রাশ, টেকচার এবং গ্রিডেন্ট দিয়ে এক ক্লিকেই টেক্সট ইফেক্ট দিতে পারবেন। আসুন দেখি কিভাবে গিম্প দিয়ে টেক্সট ইফেক্ট দেওয়া যায়।
প্রথমে গিম্প ওপেন করুন। একটা নতুন ফাইল নেওয়ার জন্য File>New এ যান। তারপর এখান থেকে 640*300 পিক্সেল সিলেক্ট করুন। তারপর টেক্সট লেখার জন্য টেক্সট টুলটি ব্যবহার করতে হবে। টুলবারের টাইপ টুল এর উপর ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-01.gif

তাহলে টাইপ করার জন্য উইন্ডো আসবে। এখানে আপনার টেক্সট লিখুন। আপনার কাংখিত টেক্সট লেখা হয়ে গেলে উইন্ডো এর Close এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-02.gif

টেক্সট এর ফন্ট এবং সাইজ নির্ধারণ করতে পারবেন বামপাশে থেকে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-03.gif

আপনারা হয়ত খেয়াল করবেন। টেক্সট লেখার সাথে সাথে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-04.gif

লেয়ার নিয়ে একটু বকবকানি এখানে আছে দেখতে পারবেন। টেক্সট লেয়ারটির উপর রাইট ক্লিক করুন। এখান থেকে Text To Selection এ ক্লি করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-05.gif

তাহলে আপনার টেক্সটি নিচের মত সিলেক্ট হয়ে যাবে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-06.gif

এরপর কিবোর্ড থেকে Delete Press করুন।

আপনি যদি এই ধাপ পর্যন্ত আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য রেডি।

ইফেক্ট তিন ভাবে দিতে পারবেন।
১। ব্রাশ দিয়েঃ উক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে ব্রাশ টুল নির্বাচন করুন (সর্টকার্ট P) তাহলে টুলবারের নিচে ব্রাশের অপশন চলে আসবে। এখানে থেকে ব্রাশের সাইজ এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করতে পারবেন। যে কোন একটি ব্রাশ সিলেক্ট করে টেক্সটের উপর ঘষাঘষি করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-07.gif

তাহলে ইফেক্ট পাবেন।

২। প্যাটার্ন দিয়ে: উপরোক্ত ধাপে আসার পর প্যাটার্ন দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। ডানপাশের উইন্ডোতে প্যাটার্ন না দেখতে পেলে Ctrl+Shift ধরে P চাপুন। নিচের মত প্যাটার্ন দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-08.gif

এখান থেকে প্যাটার্ন ড্রাগ করে টেক্সটের উপর ছেড়ে দিন। তাহলে ইফেক্ট পাবেন।

৩। গ্রিডেন্ট দিয়ে: গ্রিডেন্ট দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। উপরোক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে গ্রিডেন্ট টুলটি সক্রিয় করুন। (সর্টকার্ট- L) তাহলে বামপাশে টুলবক্সের নিচে গ্রিডেন্ট অপশন দেখতে পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-09.gif

এখান থেকে পছন্দসই গ্রিডেন্ট সিলেক্ট করে আপনার টেক্সটের উপর ড্র্যাগ করে সহজেই ইফেক্ট দিতে পারবেন।
কিছু উদাহারণ

ব্রাশ দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp-1.gif

http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp-2.gif


প্যাটার্ন দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-1.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-2.jpg


গ্রিডেন্ট দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-3.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-4.jpg



আগামীতে আরও গিম্পের টিউটোরিয়াল নিয়ে হাজির হব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন