আবার আরেকটি অন্যায় কাজ করতে যাচ্ছি। আর সেটা হলো অনুবাদ। আর আমি নিজে থেকে যে ছাই ছাতা গুলো লেখি আশাকরছি সেগুলো সহজেই করতে পারবেন। আসুন আরেকটি অন্যায় কাজে শামিল হই। এ পর্বে আমরা দেখবো কিভাবে একটি টেকচারকে বিস্ফোরণের ইফেক্ট দেওয়া যায়। তো আসুন শুরু করে দেই। টিউটোরিয়ালটি শুরু করার আগে এই টেকচারটি ডাউনলোড করে নিন।
গিম্প ওপেন করুন। তারপর 700px * 700px মাপের একটি নতুন ফাইল নিন যার ব্যাকগ্রাউন্ড থাকবে কালো।
তারপর ডাউনলোডকৃত টেকচারটি ওপেন করুন। এটার পুরোটা Ctrl+A চেপে ব্লক করে আগের কালো ডকুমেন্টের উপর কপি করে পেষ্ট করুন।
খেয়াল রাখবেন এতে আমাদের দুটে লেয়ার তৈরি হবে। একটা টেকচারটি এবং অন্যটি টেকচার।
তারপর Filters > Map > Map object এ যান এখানে sphere সিলেক্ট করুন
এরপর কালারটা চেইঞ্জ করার জন্য Color > Invert এ যান। আপনার ইমেজ এমন হবে
এরপর আমরা অন্য আরেকটি ইফেক্ট দেওয়ার জন্য ইমেজকে পোলার থেকে আনপোলার তৈরি করে নিব। এজন্য প্রথমে Filters > Distorts > Polar coords এ গিয়ে To Polar থেকে টিক চিহ্ন তুলে দিন। তারপর Image > Transform > Rotate 90° CW এ যান। আপনার ইমেজ এমন হবে
তারপর Filters > Distorts > Wind এ গিয়ে মান দিন
Direction: Right
Edge affected: Leading
Threshold: 5
Strength: 37
কয়েকবার এই ইফেক্টটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে CTRL+F চাপতে পারেন। আপনার ইমেজ এমন হবে
এরপর Layer > Transform > 90° CCW এ যান। এরপর পোলার করার জন্য Filters > Distorts > Polar coords এ যান এবং To Polar এ টিক চিহ্ন দিয়ে ওকে করুন।
তারপর Colors> Colorize এ গিয়ে চিত্রের মত মান দিন
দেখুন ইমেজ
আপনি ইচ্ছা করলে Colors > Map > Gradient Map এ গিয়েও কালার চেইঞ্জ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন