সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

গিম্প টিউটোরিয়াল [ছবিতে ইফেক্ট]

গিম্প দিয়ে খুব সহজেই আপনি ছবিতে ইফেক্ট দিতে পারবেন। আজ আমরা শিখব মোশন ইফেক্ট। এই ইফেক্টটি সহজেই যে কোন ছবিতে আপনি প্রয়োগ করতে পারবেন। আসুন দেখে নেই

প্রথমে আমরা ছবিটি গিম্পে ওপেন করব

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-001.jpg

ছবিটির লেয়ারের একটি ডুপ্লিকেট করে নিন। তারপর Filter>Blur>Motion Blur এ যান

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-002.jpg

এখানে জুম সিলেক্ট করে Length এ ৭৫ দিন

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-003.jpg

এরপর আমরা মাস্কমুডে কাজ করব। এজন্য লেয়ারের উপর রাইট ক্লিক করে Add Alpha Channel এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-004.jpg

চিত্রের মত সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-004.jpg

তারপর আমরা মাস্কমুডে গ্রিডেন্ট দিব। এজন্য টুলবার থেকে গ্রিডেন্ট টুলটি সিলেক্ট করুন। এখান থেকে চিত্রের গ্রিডেন্ট সিলেক্ট করে চিত্রে দেখানেভাবে গ্রিডেন্ট অ্যাপ্লাই করুন।

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-006.jpg

এরপর লেয়ারটিকে অ্যাপ্লাই করার জন্য লেয়ারটির উপর রাইট ক্লিক করুন। তারপর Apply Layer Mask এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-tutorial-gimp-008.jpg

তাহলেই যে রেজাল্ট দেখতে পারবেন তা হল

http://www.rongmohol.com/uploads/1805_zoom-lens-blur-effect-gimp-tutorial-1.jpg

এভাবে অনেক ছবিতেই সহজেই মোশন ইফেক্ট দেওয়া যায়। আগামীতে আরও ইফেক্টের টিউটোরিয়াল নিয়ে হাজির হব।

টিউটোরিয়ালটি এখান থেকে অনুবাদ করেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন