৬। Healing Brugh Tool: চকৎকার একটি টুল। এতে তিনটি পার্ট আছে।
ক. Healing Brugh Tool: একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ। এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন। তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি হয়ে যাবে।
খ. Patch Tools: এটা লেসোটুলের মতই তবে হয়ত একটু বিশেষত্ব আছে। এটা ক্লিক করে সক্রিয় করুন। তাহলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এমন চিত্র দেখতে পাবেন।
তারপর লেসোটুলের মতই আকান তারপর Use Pattern এ ক্লিক করুন। সুন্দর একটা প্যাটার্ণ হয়ে যাবে।
গ. Color Replacement Tool: এক কালারের পরিবর্তে আরেক কালার দেওয়ার জন্য এটি ব্যবহার হয়। কালার প্যালেটে শুধুমাত্র কালার সিলেক্ট করে ড্র্যাগ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন