আমার ডিজিটাল দুনিয়া
প্রযুক্তির সাথে সব সময়
পৃষ্ঠাসমূহ
হোম
স্যফটওয়্যার ডাউনলোড
ই-বুক লাইব্রেরি
না বলা কথা
ভূতের গল্প
আমার ভালোবাসা
Bangla Problem ?
সোমবার, ২৬ এপ্রিল, ২০১০
গিম্প স্ক্রীপ্ট [Flames] আগুন ধরান!
আগুন ধরাতে হলে আপনাকে প্রথমেই Flames নামের একটি স্ক্রীপ্ট লাগবে। এটা
এখান
থেকে ডাউনলোড করে নিন।
এই স্ক্রীপ্টটাকে
এই নিয়মে
ইনষ্টল করে নিন।
তারপর গিম্পে প্রবেশ করুন। তারপর Filters>Anim>Flames এ যান
একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনি বিভিন্ন অপশন কমবেশী করতে পারেন। আমি নিচের মত মান দিয়ে ওকে করলাম
চিত্রের মত ইমেজ
এবং অনেকগুলো লেয়ার পাবেন।
আপনার আগুন ধরানো হয়ে গেছে। চাইলে আগুন দেখতে পারেন Filters>Animation>PlayBack এ গিয়ে।
এবার সেভ করার পালা এজন্য ফাইল থেকে সেভ এ ক্লিক করুন। এখান থেকে সেভ হওয়ার জন্য জায়গা দেখিয়ে দিন এবং ফাইল টাইপ এ জিফ ফাইল সিলেক্ট করুন।
আরেকটি উইন্ডো আসবে এখান থেকে Save As Animation সিলেক্ট করুন।
তাহলেই ছবিটি অ্যানিমেশন হিসেবে সেভ হবে।
যেমন আমারটা হয়েছে
আশাকরি আপনারও আগুন ধরাতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন