সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

ফটোসপে গাড়ির স্পিড!!

এর আগে মনে হয় এই ধরনের টিউটোরিয়াল লিখেছিলাম। আজ আবারও এই ধরনের একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা একটা অনুবাদ টিউটোরিয়াল।

ফটোসপে খুব সহজেই আপনি গাড়ির স্পিড বা গতি দিতে পারেন। প্রথমে ফটোসপে একটা গাড়ির ছবি ওপেন করুন। খেয়াল রাখবেন যাতে গাড়িটি রাস্তাসহ হয়। এখানে ওপেন করা হয়েছে নিচেরটি

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/race-car.jpg

তারপর চিত্রের গাড়ির অংশটি ব্লক করে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-selection-outline.jpg

কিবোর্ড থেকে Ctrl+J চাপুন অথবা চিত্রের নির্দেশনা দেখে শুধুমাত্র গাড়ির লেয়ারটি কপি করে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/layer-new-layer-via-copy.gif

নিশ্চিত হয়ে নিন যে, লেয়ার প্যালেটে গাড়ির লেয়ারটি এসেছে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-layer-mask-thumbnail.gif

তারপর Filter > Blur > Motion Blur এ যান

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/selecting-motion-blur.gif

চিত্রের মত মান দিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-motion-blur-filter.jpg

আপনার ইমেজ এমন হবে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/image-motion-blur.jpg

তারপর এই লেয়ারটিকে ৫ বার কপি করুন। কিবোর্ড থেকে Ctrl+J চেপে।
লেয়ার প্যালেটে যেন ৫ টি কপি থাকে নিশ্চিত হয়ে নিন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/four-copies.gif

আপনার ইমেজ এমন হবে

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/image-motion-blur-streaks.jpg

লেয়ার ওয়ান অর্থাৎ প্রথম লেয়ারটি সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/selecting-multiple-layers.gif

তারপর Layer > Merge Layers এ ক্লিক করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-merge-layers.gif

তাহলে লেয়ার প্যালেটে এমন দেখতে পাবেন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-merged-layers.gif

চিত্রের মত করে লেয়ার মাস্ক সংযুক্ত করুন। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব।

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/add-layer-mask.gif

গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-gradient-tool.gif

চিত্রের মত গ্রেডিয়েন্ট সিলেক্ট করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/select-gradient.jpg

তারপর চিত্রে দেখানো ২য় বিন্দু থেকে প্রথম বিন্দুতে ড্র্যাগ করুন

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/drag-gradient.jpg

আপনার লেয়ারের অবস্থা

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-layer-mask-thumbnail.gif

এবং আপনার চিত্রের অবস্থা

http://www.photoshopessentials.com/images/photo-effects/motion-blur/photoshop-motion-blur-effect.jpg

আশাকরি ইফেক্টটি দিতে পারবেন।

টিউটোরিয়ালটি অনুবাদ করেছি এখান থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন