এর আগে মনে হয় এই ধরনের টিউটোরিয়াল লিখেছিলাম। আজ আবারও এই ধরনের একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা একটা অনুবাদ টিউটোরিয়াল।
ফটোসপে খুব সহজেই আপনি গাড়ির স্পিড বা গতি দিতে পারেন। প্রথমে ফটোসপে একটা গাড়ির ছবি ওপেন করুন। খেয়াল রাখবেন যাতে গাড়িটি রাস্তাসহ হয়। এখানে ওপেন করা হয়েছে নিচেরটি
তারপর চিত্রের গাড়ির অংশটি ব্লক করে নিন
কিবোর্ড থেকে Ctrl+J চাপুন অথবা চিত্রের নির্দেশনা দেখে শুধুমাত্র গাড়ির লেয়ারটি কপি করে নিন
নিশ্চিত হয়ে নিন যে, লেয়ার প্যালেটে গাড়ির লেয়ারটি এসেছে
তারপর Filter > Blur > Motion Blur এ যান
চিত্রের মত মান দিন
আপনার ইমেজ এমন হবে
তারপর এই লেয়ারটিকে ৫ বার কপি করুন। কিবোর্ড থেকে Ctrl+J চেপে।
লেয়ার প্যালেটে যেন ৫ টি কপি থাকে নিশ্চিত হয়ে নিন
আপনার ইমেজ এমন হবে
লেয়ার ওয়ান অর্থাৎ প্রথম লেয়ারটি সিলেক্ট করুন
তারপর Layer > Merge Layers এ ক্লিক করুন
তাহলে লেয়ার প্যালেটে এমন দেখতে পাবেন
চিত্রের মত করে লেয়ার মাস্ক সংযুক্ত করুন। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব।
গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করুন
চিত্রের মত গ্রেডিয়েন্ট সিলেক্ট করুন
তারপর চিত্রে দেখানো ২য় বিন্দু থেকে প্রথম বিন্দুতে ড্র্যাগ করুন
আপনার লেয়ারের অবস্থা
এবং আপনার চিত্রের অবস্থা
আশাকরি ইফেক্টটি দিতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন