সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

গিম্প টিউটোরিয়াল [সুপারনোভা ইফেক্ট]

গিম্পের ভেতরে যত ঢুকছি ততই মজা পাচ্ছি। দারুন এক সফটওয়ার গিম্প। আজকে নিয়ে আসলাম আরেকটি টিউটোরিয়াল। এটা একটি সিম্পল টিউটোরিয়াল যে কেউ পারবেন। আপনি এটি সর্বোচ্চ ৫ মিনিটে তৈরি করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করে দিই।

প্রথমে গিম্পে প্রবেশ করে একটি নতুন ফাইল নিন 640*480 মাপের। তারপর Filter>Render>Fractal Explorer এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-14.gif

এখান থেকে Fractals থেকে Energetic Diamond সিলেক্ট করে প্রথমে Apply এবং তারপর OK করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-15.gif

আপনার ইমেজ নিচের মত হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-16.gif

এরপর আবার Filter>Blur>Motion এ গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-17.gif

তারপর Filter>Light and Shadow>Supernova তে গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-18.gif

তাহলেই কেল্লাফতে!! দেখুন আপনার ইমেজ!!

http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp_effect222.png

আশাকরি ছোট্ট এই ইফেক্টটি সহজেই দিতে পারবেন। আগামীতে আরও ইফেক্ট নিয়ে হাজির হব আশাকরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন