বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

MS WORD শর্টকাট

এমএস ওয়ার্ডের কিছু শর্টকাট আছে যা ব্যবহার করে আমরা এমএস ওয়ার্ডে লেখার সময় খুব দ্রুক কাজ করতে পারব। শর্টকাটগুলো হল—–
নতুন ফাইল খোলার জন্য-ctrl+n
সেইভ ফাইল খোলার জন্য-ctrl+o
ফাইল সেইভ করার জন্য-ctrl+s
প্রিন্ট প্রিভিউ দেখার জন্য-Ctrl+F2
প্রিন্ট প্রিভিউ থেকে বের হওয়ার জন্য-Esc
প্রিন্ট করার জন্য-Ctrl+P
কোনো লেখা কেটে(cut) নেওয়ার জন্য-Ctrl+X
পেস্ট করার জন্য-Ctrl+V
বোল্ড করার জন্য-Ctrl+B
বাঁকা করার জন্য-Ctrl+I
আন্ডারলাইন দেওয়ার জন্য-Ctrl+U
শুধু অক্ষরের নিচে আন্ডারলাইন দেওয়ার করার জন্য-Ctel+Shift+W
লেখা বাম পাশে নেওয়ার জন্য-Ctrl+L
লেখা ডান পাশে নেওয়ার জন্য-Ctrl+R
লেখা মাঝখানে নেওয়ার জন্য-Ctrl+E
লেখা সব দিকে সম পরিমাণ করার জন্য-Ctrl+J
কোনো ফাইলের শেষ পৃষ্টায় যাওয়ার জন্য-Ctrl+End
কোনো ফাইলের প্রথম পৃষ্টায় আসার জন্য-Ctrl+Home
কোনো লাইনের প্রথমে আসার জন্য-Home
কোনো লাইনের শেষে যাওয়ার জন্য-End
ফন্ট পরিবর্তন করার জন্য-Ctrl+Shift+F
ফন্টের আকার পরিবর্তন করার জন্য-Ctrl+Shift+P
ফন্টের আকার বড় করার জন্য-Ctrl+Shift+>
ফন্টের আকার ছোট করার জন্য-Ctrl+Shift+<
লেখা ছোট বা বড় হাতের করার জন্য-Shift+F3
সব বড় হাতের অক্ষরে করার জন্য-Ctrl+Shift+A

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন