বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

গুগলে নিজের ওয়েবসাইট যুক্ত করা

গুগল খুলে কোন বিষয় লিখে সার্চ বাটনে ক্লিক করলেই সেই সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। নিজের তৈরি করা ওয়েবসাইট গুগলে যুক্ত করলে কেমন হয়? হ্যা করা যায় কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্যে নিজের তৈরি করা ওয়েবসাইটের বিষয় খুঁজে পাবে। অর্থাৎ গুগলে নিজের ওয়েবসাইটের দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে নিজের তৈরি ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লেখা যায় তাতে বাংলাতেও ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে। এজন্য প্রথমে গুগলের এই http://www.google.com/addurl সাইটে ঢুকতে হবে। এরপর URL অংশে নিজের ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। তবে এখানে একটি জিনিস লক্ষ করতে হবে যে www. (যদি থাকে) এর পূর্বে অবশ্যই http:// দিতে হবে অর্থ্যাৎ http://www.hasanptpi.wordpress.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখতে হবে। Comments অংশে নিজের নাম এবং ওয়েবসাইট সম্পের্ক আনুসাঙ্গিক তথ্য দেওয়া যাবে। এরপরে Optional অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে নিজের ওয়েবসাইটটি যুক্ত হয়েছে নিশ্চিত করবে। এই মূহুর্তে সার্চ করলে সাইটটি পাওয়া যাবে না। কয়েক দিন পরে সার্চ করলে পাওয়া যাবে

২টি মন্তব্য: