সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

পানবিবি টিউটোরিয়াল-০২ পানবিবি বাংলা করা

ভূমিকা:

এ পর্বে আমরা দেখব কিভাবে পানবিবিকে বাংলা করা যায়। আপনি যদি বাংলা ফোরাম তৈরি করতে চান তাহলে অবশ্যই পানবিবিকে বাংলাতে রুপান্তর করতে হবে। আর এ কাজটি অত্যন্ত সহজে করা যায়। পানবিবিতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। বাংলা করতে হলে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে।

ডাউনলোড:

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩x) এর জন্য ত্রিভুজ নেটওয়ার্কের করা এই প্যাকটি ডাউনলোড করুন। আর অন্যান্য ভার্সন (১.২x) এর জন্য কোডার ভাইয়ের এটি ডাউনলোড করতে পারেন।



ব্যবহার:

ডাউনলোড শেষে প্যাকটি আনজিপ করুন। Bangla নামে একটি ফোল্ডার পাবেন। এরপর আপনি আপনার এফটিপি দিয়ে আপনার সাইটের /htdocs/lang এ ফোল্ডারটি আপলোড করুন। তারপর আপলোড হয়ে গেলে আপনার ফোরামে লগইন করুন। এখন আপনার ফোরামে দুই জায়গায় বাংলা করতে হবে। (পরবর্তীতে আর বাংলা করা লাগবে না; ডিফল্টভাবে বাংলা সেট হয়ে থাকবে)

১। অ্যাডমিন প্যানেলে: ফোরামে লগইন করে Administration এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-10.gif

তারপর এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-11.gif

২। প্রোফাইলে: এখনও বাংলা দেখতে পারছেন না!! কারন আপনার প্রোফাইলে বাংলা সিলেক্ট করা নেই তাই। এখন আপনার প্রোফাইলে যান

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-12.gif

তারপর একইভাবে এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন । তাহলেই সব বাংলা দেখতে পারবেন।

আশাকরি পেরেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন