বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

আমাদের প্রায় সবারই পেনড্রাইভ আছে। অনেক সময় আমরা দেখি ইউজার তার নিজের পছন্দের ছবি তার পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখে। এটা আমরা খুব সহজেই করতে পারি। তার জন্য পেন ড্রাইভে একটা desktop.ini ফাইল থাকতে হবে। এর জন্য আপনাকে নোটপ্যাড খুলতে হবে। এরপর নিচের কোডটুকু লিখুন এবং শেষে “=” এর পর কোন স্পেস ছাড়া আপনার পছন্দের ছবিটার নাম এক্সটেনশনসহ লিখুন। এবার এটি সেভ করুন desktop.ini নামে। এবার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি কপি করে পেন ড্রাইভে পেস্ট করুন। ব্যাস হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার আপনার ছবি এবং এই ফাইলটা হিডেন করে রাখুন।
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
#[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=
শেষে এই লাইনটুকু যোগ করুন তাহলে কালো ছবির মাঝে ফাইল ফোল্ডার এর নাম স্পষ্ট দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে লিখার রং বদল করতে পারবেন
iconarea_text=0×00FFFFFF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন