সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

গিম্পের স্ক্রিপ্ট ইনষ্টল করার নিয়ম

গিম্প একটি ছোট সফটওয়ার হলেও এটি কোন অংশেই ফটোসপের চেয়ে কম না বরং বেশী। ওপেন সোর্স হওয়ার হওয়ার কারনে অনেক ডেভেলপারই গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট ডেভেলপ করছেন। এইসব স্ক্রীপ্ট দিয়ে আপনি ছবিকে আরও প্রফেশনাল মানের ইফেক্ট দিতে পারবেন। গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট পাবেন  এই সাইটে। আমি আপনাদের পর্যায়ক্রমিকভাবে গিম্পের বিভিন্ন স্ক্রীপ্ট ব্যবহার এবং তার ডাউনলোড লিংক দিব।

প্রথমেই আমাদের জেনে নিতে হবে কিভাবে গিম্পের স্ক্রীপ্ট ব্যবহার করা যায়ঃ গিম্পের স্ক্রীপ্ট ফাইলগুলোর এক্সটেনশন থাকে .scm। এই এক্সটেনশন দেখলেই বুঝে যাবেন এটি একটি গিম্পের স্ক্রীপ্ট। এই .scm এক্সটেনশন যুক্ত ফাইলটিকে কপি করে আপনার কম্পিউটারের C:\Documents and Settings\\.gimp-2.6\scripts ফোল্ডারে কপি করে পেষ্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_script_in_gimp-1.gif

লিনাক্সের ক্ষেত্রে এই ফোল্ডারটি হোম ডাইরেক্টরিতে পাবেন। পরবর্তী পর্বে পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন স্ক্রীপ্ট এর ডাউনলোড ও কাজ দেখানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন