সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

ফটোসপ বেসিকস- টুলবক্স-২

৬। Healing Brugh Tool: চকৎকার একটি টুল। এতে তিনটি পার্ট আছে।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox8.gif

ক. Healing Brugh Tool: একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ। এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন। তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি হয়ে যাবে।
খ. Patch Tools: এটা লেসোটুলের মতই তবে হয়ত একটু বিশেষত্ব আছে। এটা ক্লিক করে সক্রিয় করুন। তাহলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এমন চিত্র দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox9.gif

তারপর লেসোটুলের মতই আকান তারপর Use Pattern এ ক্লিক করুন। সুন্দর একটা প্যাটার্ণ হয়ে যাবে।

গ. Color Replacement Tool: এক কালারের পরিবর্তে আরেক কালার দেওয়ার জন্য এটি ব্যবহার হয়। কালার প্যালেটে শুধুমাত্র কালার সিলেক্ট করে ড্র্যাগ করুন।

৭। Brush Tool: ফটোসপের সবচেয়ে কার্যকরী টুল হল এইটি।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox10.gif

ব্রাশ সম্পর্কে এর আগে পোষ্ট দিয়েছি। ব্রাশ টুল সিলেক্ট করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এমন দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox12.gif

এখান থেকে বিভিন্ন ব্রাশ সিলেক্ট করতে পারবেন

http://www.rongmohol.com/uploads/1805_toolbox11.gif

ব্রাশের ষ্টাইল ও সাইজ নির্ধারণ করতে পারবেন

http://www.rongmohol.com/uploads/1805_toolbox13.gif

বিভিন্ন প্রকার মুড দিতে পারবেন এবং আরও অনেক কিছুই করতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox14.gif

এখানকার ব্রাশ টুলে দুইটি টুল আছে। একটি ব্রাশ আরেকটি পেনসিল।

৮। Stamp Tool: এখানে দুটি টুল আছে।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox15.gif

ক. Clone Stamp Tool: এটির ব্যবহার Healing Brugh Tool এর মতই। একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ। এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন। তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি হয়ে যাবে।
খ. Pattern Stamp Tool: প্যাটার্ন সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে। তারপরও বলছি বিভিন্ন প্যাটার্ন দেওয়ার জন্য এটির ব্যবহার।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox16.gif

এটি সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবার থেকে আপনি বিভিন্ন প্যাটার্ন পছন্দ করে ছবিতে প্রয়োগ করতে পারেন।

৯। History Brush Tool: আপনারা হয়ত ইমেজকে বিভিন্ন ইফেক্ট দিয়ে ভরে ফেলেছেন। ইফেক্ট দিতে দিতে নাক, মুখ চোখের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে। (ভয় পাবেন না আপনার না আপনার ছবির) তো এবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহার করুন এই টুলটি।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox17.gif

এখানে দুটো টুল পাবেন। ব্যবহার করে দেখুন কোনটি কেমন।

১০। Eraser Tool: নাম শুনেই বুঝে গেছেন!! হ্যা মশাই এটি দিয়ে মুছতে বা ডিলিট করতে হয়। এতে তিনটি টুল আছে।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox18.gif

ক. Eraser Tool: এটা সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন।
খ. Background Eraser Tool: ধরুন, আপনার কোন ছবিতে শুধুমাত্র নীল অংশটুকু ডিলিট করতে হবে। তাহলে এটি সিলেক্ট করে মাঝখানে প্লাস অংশ নীলের উপর রেখে ক্লিক করুন। নীল অংশটুকু ডিলিট হয়ে যাবে। আশাকরি বুঝতে পেরেছেন।
গ. Magic Eraser Tool: ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর এইটির কাজ একই শুধুমাত্র একটু প্রার্থক্য হল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ইরেজ করলে টুলটির আকারের স্থানের অংশটুকু ইরেজ হবে। আর এটি দিয়ে ইরেজ করলে যতটুকু এক কালার আছে তার সবটুকুই ইরেজ/ডিলিট হবে।

১১। Gradient Tool: গ্রিডেন্ট হল বিভিন্ন কালারের সমন্বয়। এখানে দুইটি টুল আছে।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox19.gif

ক. Gradient Tool: নিচের চিত্রটি দেখুন। এটি হল একটি গ্রিডেন্ট।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox20.gif

গ্রিডেন্ট টুল সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এরকম দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox21.gif

এখানে বিভিন্ন গ্রিডেন্ট নির্বাচন, সাইজ ও বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।

খ. Paint Bucket Tool: এই টুল দিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন দিতে পারেন। তবে এজন্য অবশ্যই Fill থেকে প্যাটার্ন সিলেক্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_toolbox22.gif

এবং মনের সুখে প্যাটার্ন দিতে থাকুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন