মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০

Firefox এ ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন

সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add-ons দিয়ে…… Add-ons টি দিয়ে যে কোনো পেইজ কে PDF,JPEG এবং PNG ফরম্যাট এ সেভ করা যায়। সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add ons দিয়ে…… | Techtunes ১. এখানে ক্লিক করে Add-ons টি ডাউনলোড করে নিন এবং Install করুন। ২. Firefox রি-স্টার্ট দিন এর পর কনো পেজ ওপেন করে মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন Pdf it নামে এক টি অপশন এসেছে। কাজ টি অনলাইনে অথবা সফট দিয়ে করা যায়। এজন্য নাবিল ভাই এর পোস্ট টি দেখুন। অনলাইন কনভার্ট করলে হয়ত বাংলা সাইট এর ফন্ট ঠিক নাও আসতে পারে।
সূত্র – রুপম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন