মঙ্গলবার, ৩০ মার্চ, ২০১০

কল্পনা বিলাসী

আমি কল্পনা বিলাসী। এই চারদেয়াল,শৃঙ্খল আর পরাধীন কর্মব্যস্ত জীবন থেকে বের হয়ে আসার জন্যই কল্পনা করি। এই যানজট যুক্ত আর দূষিত বাতাসের শহরে আমার নিঃস্বাস বন্ধ হয়ে আসে। তাই কল্পনায় আমি আমার মত করে বাচাঁর স্বপ্ন দেখি। আমি জানি আমার কল্পনার স্বপ্নের কোন বাস্তবতা নেই। তবুও কল্পনা করি স্বপ্ন দেখি..........। নিজের কল্পনার জগতে অবাস্তব স্বপ্নকে পূর্ণ করি। প্রতিদিনের নতুন সূর্যে উদয়ের প্রতিটি দিন নিজের জীবনকে সুন্দর করা আর স্বপ্নকে নিয়ে আগামীর পথচলার প্রত্যয়ে আমার এগিয়ে যাওয়া। আমি ভাল আছি আমার কল্পনা,স্বপ্ন আর প্রকৃতিকে ভালোবেসে আশেপাশের সকল মানুষকে ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন