নিউ ইয়র্কের রাস্তায় একটি বাচ্চা মেয়েকে একটি পাগলা কুকুর দোড়াচ্ছে।
মেয়ে আগে......তার পিছেনে কুকুর।
কিছু দূর যাওয়ার পর এক ব্যাক্তি সেই কুকুরকে মেরে ফেলল।
কিছু সময় পর নিউ ইয়র্কের পুলিশ এবং সাংবাদিক আসল।ঐ ব্যাক্তির ছবি তুললো এবং
সাধুবাদ জানাল।
নিউ ইয়র্কের পুলিশ প্রধান বললঃ "জেন্টেলম্যন তোমার নাম কি? কালকের খবরের
পাতায় তোমার নাম আসবে। শিরোনাম হবে 'একজন নিউ ইয়র্কবাসী এক নিস্পাপ মেয়েকে
পাগলা কুকুরের হাত থেকে বাচিয়েছে' "।
ঐ ব্যাক্তিটি উত্তর দিলঃ "আমি তো নিউ ইয়র্কবাসী না। আমি এখানে থাকি না"।
নিউ ইয়র্ক পুলিশ প্রধান বললঃ "তাতে সমস্যা কি শিরোনামে তাহলে আসবে 'একজন
আমেরিকানবাসী এক নিস্পাপ মেয়েকে পাগলা কুকুরের হাত থেকে বাচিয়েছে' "।
ঐ ব্যাক্তিটি আবার উত্তর দিলঃ "আমি আমেরিকানবাসীও না।"
তখন পুলিশ বললঃ "তাহলে আপনি কোন দেশের নাগরিক?"
ঐ ব্যাক্তি উত্তর দিলঃ"আমি সৌদি"
তারপর পরদিন সংবাদপত্রের শিরোনামে হলঃ
"একজন Terrorist একটি নিস্পাপ কুকুরকে বিভ্যৎসভাবে হত্যা করেছে"