বুধবার, ২৮ এপ্রিল, ২০১০

ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল পাতা তৈরি

আসুন ইলাষ্ট্রেটরে পাতা তৈরি করি। খুবই সহজ। মাত্র ৪-৫ টি ধাপে আপনি পাতা তৈরি করতে পারবেন। তো আসুন শুরু করে দেই। প্রথমে ইলাষ্ট্রেটরে একটি নতুন ফাইল নিন। তারপর Pen Tool (P) দিয়ে নিচের চিত্রের মত করে আকান





তারপর এর মাঝখান দিয়ে আবার একটি দাগ আকান। এরপর Window>Pathfinder থেকে Divide করুন।
এবং সবশেষে Ungroup করুন।


তারপর Gradient Tool (G) দিয়ে পুরো অংশে চিত্রের মত গ্রিডেন্ট দিন
তারপর ডিভাইড করা অংশে গ্রিডেন্ট দিন

তারপর Pen Tool (P) ব্যবহার করে চিত্রের মত করে আকান। কালারের মাপ হবে C=40 M=0 Y=100 K=0
এবং এতে গ্রিডেন্ট দিন


তারপর Pen Tool (P) ব্যবহার করে চিত্রের মত করে আকান। কালারের মাপ হবে C=40 M=0 Y=100 K=0


এবং এতে গ্রিডেন্ট দিন


তারপর Pen Tool (P) ব্যবহার করে চিত্রের মত করে আকান। কালারের মাপ হবে C=40 M=0 Y=100 K=0। এবং গ্রিডেন্ট দিন



এরপর চিত্রের দিকে খেয়াল করে একটি বৃত্ত আকান

এরপর এটিকে গ্রুপ করে সুন্দর করে পাতার উপর বসান

সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

পানবিবি টিউটোরিয়াল-০২ পানবিবি বাংলা করা

ভূমিকা:

এ পর্বে আমরা দেখব কিভাবে পানবিবিকে বাংলা করা যায়। আপনি যদি বাংলা ফোরাম তৈরি করতে চান তাহলে অবশ্যই পানবিবিকে বাংলাতে রুপান্তর করতে হবে। আর এ কাজটি অত্যন্ত সহজে করা যায়। পানবিবিতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। বাংলা করতে হলে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে।

ডাউনলোড:

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩x) এর জন্য ত্রিভুজ নেটওয়ার্কের করা এই প্যাকটি ডাউনলোড করুন। আর অন্যান্য ভার্সন (১.২x) এর জন্য কোডার ভাইয়ের এটি ডাউনলোড করতে পারেন।



ব্যবহার:

ডাউনলোড শেষে প্যাকটি আনজিপ করুন। Bangla নামে একটি ফোল্ডার পাবেন। এরপর আপনি আপনার এফটিপি দিয়ে আপনার সাইটের /htdocs/lang এ ফোল্ডারটি আপলোড করুন। তারপর আপলোড হয়ে গেলে আপনার ফোরামে লগইন করুন। এখন আপনার ফোরামে দুই জায়গায় বাংলা করতে হবে। (পরবর্তীতে আর বাংলা করা লাগবে না; ডিফল্টভাবে বাংলা সেট হয়ে থাকবে)

১। অ্যাডমিন প্যানেলে: ফোরামে লগইন করে Administration এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-10.gif

তারপর এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-11.gif

২। প্রোফাইলে: এখনও বাংলা দেখতে পারছেন না!! কারন আপনার প্রোফাইলে বাংলা সিলেক্ট করা নেই তাই। এখন আপনার প্রোফাইলে যান

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-12.gif

তারপর একইভাবে এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন । তাহলেই সব বাংলা দেখতে পারবেন।

আশাকরি পেরেছেন।

পানবিবি টিউটোরিয়াল -সার্ভারে পানবিবি ইনষ্টল

জুমলা, ওয়ার্ডপ্রেস ট্রাই করার পর এবার একটু ইচ্ছে হল পানবিবিফোরাম ভিজিট করলাম তখন দেখলাম ফোরামটা ভালই লাগছে। ট্রাই করার। গত দুদিন ধরে ট্রাই করার পর মোটামুটি নিজের একটা ফোরাম দাড় করিয়ে ফেললাম। তারপর যখন

আমি বিশ্বাস করি

জ্ঞান কোন লুকানো গুপ্তধন নয়

তাই যেটুকু করেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশাকরি আমার এ টিউটোরিয়াল পড়ে আপনারা সহজেই আপনাদের নিজের ফোরাম তৈরি করতে পারবেন বা ফোরাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করতে পারবেন। তবে আমার এই টিউটোরিয়াল পড়ার ক্ষেত্রে শর্ত আছে।

যেতেতু আমি এ লাইনে (পানবিবিতে) নতুন তাই আমার টিউটোরিয়ালে ভুল হওয়া স্বাভাবিক। ভুল গুলো ক্ষমার চোখে দেখতে হবে। আর আমি যেহেতু পানবিবি সম্পর্কে অল্প জানি সেহেতু পানবিবি জনিত সমস্যার সমাধান সবগুলো জানা নেই। তবে সাধ্যমত চেষ্টা করব সমাধান দিতে।

আপনি যদি উপরের লিখাতে একমত হন তাহলে আসুন টিউটোরিয়াল শুরু করে দেই।

পানবিবি কি?

পানবিবি হল ইনফর্মার টেকনোলজিস এর একটি ফোরাম স্ক্রিপ্ট। এটি একটি সিম্পল, সহজ ও শক্তিশালী ফোরাম স্ক্রিপ্ট। ইনফর্মার টেকনোলজিস সম্পর্কে জানতে এখানে দেখুন।
আপনি জানেন কি? পানবিবির লেটেষ্ট ভার্সনের সাইজ মাত্র ৩৯৮ কিলোবাইট!! ;T_n কি? বিশ্বাস হচ্ছে না? আমার ও প্রথম প্রথম বিশ্বাস হয়নি। ভাবতে পারেন মাত্র ৩৯৮ কিলোবাইটের স্ক্রিপ্ট এতবড় ফোরাম চালাচ্ছে?!!!

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩২৪) এখান থেকে সরাসরি ডাউনলোড করুন। আপনি ইচ্ছা করলে এর পুরাতন ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন। তবে আমি এখানে লেটেষ্ট ভার্সন নিয়ে টিউটোরিয়াল লিখেছি। তাই আপনাদের ভাল হবে যদি আপনারা লেটেষ্ট ভার্সন ডাউনলোড করেন।

পানবিবি ডাউনলোড করে কি করব?

পানবিবি ডাউনলোড করে একে মাইএসকিউএল ডাটাবেজ এ সার্ভারে ইনষ্টল করতে হবে। এবং আপনার একটি ডোমেইন লাগবে। অবশ্য সার্ভারে রেজিষ্ট্রেশন করলে ওরা আপনাকে সাব ডোমেইন দেবে। আর যদি তা না চান তাহলে এখানে দেখুন আমি ডোমেইন রেজিষ্ট্রেশন পক্রিয়া দিয়েছি। আর হোস্টিং রেজিষ্ট্রেশন? আমি এখানে দুটো ফ্রি হোস্টিং সার্ভারের নাম দিচ্ছি আপনি চটপট এখানে ফ্রি রেজিষ্ট্রেশন করে ফেলুন। রেজিষ্ট্রেশন পদ্ধতি

একাউন্ট তৈরি করে ফেলুন।
১। http://ifahim.co.cc/
২। http://www.freehostia.com/

ভিসতা প্যানেল

এখানে প্রথমটাতে ফি প্ল্যানে রেজিষ্ট্রেশন করুন। তারপর লগিন করুন। লগিন করলে নিচের মত ভিসতা প্যানেল দেখতে পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-3.gif

এখানে আপনার যদি ডোমেইন থাকে তাহলে Addon Domain এ ক্লিক করুন। আর ডোমেইন না থাকে তাহলে Sub Domain এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে। এখানে আপনার পছন্দসই নাম দিয়ে add domain এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-1.gif

তারপর আপনার ডোমেইন তৈরি হয়ে গেলে এমন দেখাবে

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-2.gif

তারপর Home এ ক্লিক করে ভিসতা প্যানেলে ফিরে আসুন। এরপর MySQL Databases এ ক্লিক করুন। এবং এখানে একটি ডাটাবেজ তৈরি করুন। ব্যস কাজ শেষ। এবার এটিকে মিনি মাইজ করে ফেলুন।

ফাইলজিলার ব্যবহার

ফাইলজিলা হল ফ্রিওয়ার একটি এফটিপি ক্লায়েন্ট যা দিয়ে আপনি আপনার হোস্টিং সার্ভারের ফাইলের সাথে সমন্বয় সাধন করে। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই এক্সটেন ইনষ্টলসহ বিভিন্ন কাজ করতে পারেন। এটি আপনি এখান থেকে ডাউনলো করুন। (বিঃদ্রঃ FileZilla Client ডাউনলোড করুন)

তারপর ইনষ্টল করে পোগ্রামটি চালু করুন। নিচের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-4.gif

এখানে আপনার সার্ভারের ইনফরমেশনগুলো দিয়ে লগিন করুন। এখানে আপনার সাইটের ডোমেইনের নামে একটি ফোল্ডার দেখতে পাবের তার মধ্যে htdocs নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এখানে পানবিবির জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে সব ফাইলগুলো আপলোড করুন।

পানবিবি ইনষ্টল

তারপর আপনার ডোমেইন ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে এন্টার করুন।

পানবিবি কনফিগারেশন ফাইল না খুজে না পেয়ে এমন ইরর দেখাবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-5.gif

ভয় পাবেন না!! এখানকার install.php এ ক্লিক করুন। এখানে একটা ফর্ম আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-6.gif

ফর্মের এই অংশেরএখানে

Database server: এখানে ডাটাবেজ সার্ভার এর নাম দিতে হবে। ডাটাবেজ সার্ভারনের ভিসতা প্যানেলে পাবেন।
Database name: ডাটাবেজ এর নাম
Database username: ডাটাবেজ ইউজার এর নাম
Database password: ডাটাবেজ পাসওয়ার্ড
Table prefix: ফাকা রাখুন।

এবং এই অংশে অ্যাডমিনের তথ্য দিন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-7.gif

এই অংশে সাইটের নাম এবং স্লোগান দিন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-8.gif

তারপর ইনষ্টল এ ক্লিক করুন। ইনষ্টল হয়ে গেলে এমন দেখাবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-9.gif

তাহলে সফলভাবে হয়ে গেল।

পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন।

গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]

অনেকেই বলেন গিম্পে নাকি ফটোসপের মত ইফেক্ট দেওয়া যায় না। আমিও আগে তাই মনে করতাম। কিন্তু ইদানিং গিম্প নিয়ে কাজ করতে গিয়ে দেখছি গিম্পে এমন এমন কাজ করা যায় যা ফটোসপে করা যায় না।

আর চুরি করতে আমার ভাল লাগে না। পাইরেটেড ফটোসপ ব্যবহার করতে নিজের কাছে চোর চোর মনে হয়। আমার যদি অনেক টাকা থাকত তাহলে আমি ফটোসপ কিনেই ব্যবহার করতাম। কিন্তু এখন দেখি গিম্পে ভাল ভাল ইফেক্ট দেওয়া যায়। তাই গিম্পের কিছু কিছু টিউটোরিয়াল মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করব। আজ আমরা দেখব একটি স্পেশাল ইফেক্ট

প্রথমে গিম্প ওপেন করে নতুন ফাইল নিন 640*480 মাপের। তারপর Filter > Render > Fractal Explorer এ যান। নিচের মত উইন্ডো ওপেন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-10.gif

এখান থেকে Fractals ট্যাবের Snow_Crystal এ ক্লিক করে Apply এ ক্লিক করে তারপর OK তে ক্লিক করুন। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-11.gif

তারপর Filter > Blur > Motion Blur এ যান এখানে ব্লার টাইপ Zoom করুন এবং Length ২৫৬ দিন। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-5.jpg

তারপর বর্তমান লেয়ারটাকে ডুপ্লিকেট করুন। যারা গিম্পে লেয়ার ডুপ্লিকেট করতে পারেন না তারা একটু দেখুন

লেয়ার ডুপ্লিকেট করার নিয়মঃ
লেয়ারের উপর রাইট ক্লিক করুন তারপর ডুপ্লিকেট এ ক্লিক করুন। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-12.gif

লেয়ার ডুপ্লিকেট করা হয়ে গেলে লেয়ার মেন্যু হতে লেয়ারকে Burn করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-13.gif

তাহলে আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-6.jpg

তারপর নতুন একটা লেয়ার তৈরি করুন। একে কালো রং এ ফরগ্রাউন্ড দিন। তারপর Filter > Light and Shadow > Lens flare এ গিয়ে মাঝখানে লাইটিং ইফেক্ট টা দিন।

আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-7.jpg

তারপর এই লেয়ারকে লেয়ার মুড মেন্যু হতে Addition করুন। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-8.jpg

আশাকরি সহজ এই ইফেক্টটা দিতে পারবেন।

গিম্প টিউটোরিয়াল [সুপারনোভা ইফেক্ট]

গিম্পের ভেতরে যত ঢুকছি ততই মজা পাচ্ছি। দারুন এক সফটওয়ার গিম্প। আজকে নিয়ে আসলাম আরেকটি টিউটোরিয়াল। এটা একটি সিম্পল টিউটোরিয়াল যে কেউ পারবেন। আপনি এটি সর্বোচ্চ ৫ মিনিটে তৈরি করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করে দিই।

প্রথমে গিম্পে প্রবেশ করে একটি নতুন ফাইল নিন 640*480 মাপের। তারপর Filter>Render>Fractal Explorer এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-14.gif

এখান থেকে Fractals থেকে Energetic Diamond সিলেক্ট করে প্রথমে Apply এবং তারপর OK করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-15.gif

আপনার ইমেজ নিচের মত হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-16.gif

এরপর আবার Filter>Blur>Motion এ গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-17.gif

তারপর Filter>Light and Shadow>Supernova তে গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-18.gif

তাহলেই কেল্লাফতে!! দেখুন আপনার ইমেজ!!

http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp_effect222.png

আশাকরি ছোট্ট এই ইফেক্টটি সহজেই দিতে পারবেন। আগামীতে আরও ইফেক্ট নিয়ে হাজির হব আশাকরি।

গিম্প টিউটোরিয়াল [বিস্ফোরণ ইফেক্ট]

আবার আরেকটি অন্যায় কাজ করতে যাচ্ছি। আর সেটা হলো অনুবাদ। আর আমি নিজে থেকে যে ছাই ছাতা গুলো লেখি আশাকরছি সেগুলো সহজেই করতে পারবেন। আসুন আরেকটি অন্যায় কাজে শামিল হই। এ পর্বে আমরা দেখবো কিভাবে একটি টেকচারকে বিস্ফোরণের ইফেক্ট দেওয়া যায়। তো আসুন শুরু করে দেই। টিউটোরিয়ালটি শুরু করার আগে এই টেকচারটি ডাউনলোড করে নিন।

গিম্প ওপেন করুন। তারপর 700px * 700px মাপের একটি নতুন ফাইল নিন যার ব্যাকগ্রাউন্ড থাকবে কালো।

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-1.png

তারপর ডাউনলোডকৃত টেকচারটি ওপেন করুন। এটার পুরোটা Ctrl+A চেপে ব্লক করে আগের কালো ডকুমেন্টের উপর কপি করে পেষ্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-2.jpg

খেয়াল রাখবেন এতে আমাদের দুটে লেয়ার তৈরি হবে। একটা টেকচারটি এবং অন্যটি টেকচার।
তারপর Filters > Map > Map object এ যান এখানে sphere সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-3.gif

এরপর কালারটা চেইঞ্জ করার জন্য Color > Invert এ যান। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-4.jpg

এরপর আমরা অন্য আরেকটি ইফেক্ট দেওয়ার জন্য ইমেজকে পোলার থেকে আনপোলার তৈরি করে নিব। এজন্য প্রথমে Filters > Distorts > Polar coords এ গিয়ে To Polar থেকে টিক চিহ্ন তুলে দিন। তারপর Image > Transform > Rotate 90° CW এ যান। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-5.jpg

তারপর Filters > Distorts > Wind এ গিয়ে মান দিন

Direction: Right
Edge affected: Leading
Threshold: 5
Strength: 37

কয়েকবার এই ইফেক্টটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে CTRL+F চাপতে পারেন। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-6.jpg

এরপর Layer > Transform > 90° CCW এ যান। এরপর পোলার করার জন্য Filters > Distorts > Polar coords এ যান এবং To Polar এ টিক চিহ্ন দিয়ে ওকে করুন।


http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-7.jpg


তারপর Colors> Colorize এ গিয়ে চিত্রের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-7.gif

দেখুন ইমেজ

http://www.rongmohol.com/uploads/1805_planet_explution-9.gif

আপনি ইচ্ছা করলে Colors > Map > Gradient Map এ গিয়েও কালার চেইঞ্জ করতে পারেন।

গিম্প টিউটোরিয়াল [টেক্সট ইফেক্ট]

গিম্প দিয়ে আপনি সহজেই বিভিন্ন প্রকার টেক্সট ইফেক্ট দিতে পারবেন। গিম্পে ব্রাশ, টেকচার এবং গ্রিডেন্ট দিয়ে এক ক্লিকেই টেক্সট ইফেক্ট দিতে পারবেন। আসুন দেখি কিভাবে গিম্প দিয়ে টেক্সট ইফেক্ট দেওয়া যায়।
প্রথমে গিম্প ওপেন করুন। একটা নতুন ফাইল নেওয়ার জন্য File>New এ যান। তারপর এখান থেকে 640*300 পিক্সেল সিলেক্ট করুন। তারপর টেক্সট লেখার জন্য টেক্সট টুলটি ব্যবহার করতে হবে। টুলবারের টাইপ টুল এর উপর ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-01.gif

তাহলে টাইপ করার জন্য উইন্ডো আসবে। এখানে আপনার টেক্সট লিখুন। আপনার কাংখিত টেক্সট লেখা হয়ে গেলে উইন্ডো এর Close এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-02.gif

টেক্সট এর ফন্ট এবং সাইজ নির্ধারণ করতে পারবেন বামপাশে থেকে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-03.gif

আপনারা হয়ত খেয়াল করবেন। টেক্সট লেখার সাথে সাথে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-04.gif

লেয়ার নিয়ে একটু বকবকানি এখানে আছে দেখতে পারবেন। টেক্সট লেয়ারটির উপর রাইট ক্লিক করুন। এখান থেকে Text To Selection এ ক্লি করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-05.gif

তাহলে আপনার টেক্সটি নিচের মত সিলেক্ট হয়ে যাবে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-06.gif

এরপর কিবোর্ড থেকে Delete Press করুন।

আপনি যদি এই ধাপ পর্যন্ত আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য রেডি।

ইফেক্ট তিন ভাবে দিতে পারবেন।
১। ব্রাশ দিয়েঃ উক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে ব্রাশ টুল নির্বাচন করুন (সর্টকার্ট P) তাহলে টুলবারের নিচে ব্রাশের অপশন চলে আসবে। এখানে থেকে ব্রাশের সাইজ এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করতে পারবেন। যে কোন একটি ব্রাশ সিলেক্ট করে টেক্সটের উপর ঘষাঘষি করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-07.gif

তাহলে ইফেক্ট পাবেন।

২। প্যাটার্ন দিয়ে: উপরোক্ত ধাপে আসার পর প্যাটার্ন দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। ডানপাশের উইন্ডোতে প্যাটার্ন না দেখতে পেলে Ctrl+Shift ধরে P চাপুন। নিচের মত প্যাটার্ন দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-08.gif

এখান থেকে প্যাটার্ন ড্রাগ করে টেক্সটের উপর ছেড়ে দিন। তাহলে ইফেক্ট পাবেন।

৩। গ্রিডেন্ট দিয়ে: গ্রিডেন্ট দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। উপরোক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে গ্রিডেন্ট টুলটি সক্রিয় করুন। (সর্টকার্ট- L) তাহলে বামপাশে টুলবক্সের নিচে গ্রিডেন্ট অপশন দেখতে পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-09.gif

এখান থেকে পছন্দসই গ্রিডেন্ট সিলেক্ট করে আপনার টেক্সটের উপর ড্র্যাগ করে সহজেই ইফেক্ট দিতে পারবেন।
কিছু উদাহারণ

ব্রাশ দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp-1.gif

http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp-2.gif


প্যাটার্ন দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-1.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-2.jpg


গ্রিডেন্ট দিয়ে:
http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-3.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect_rsael-4.jpg



আগামীতে আরও গিম্পের টিউটোরিয়াল নিয়ে হাজির হব।